Friday, March 11, 2016
পাভলভ-১
ভুল বানান থেকে জন্ম নিল সে
অবিকল প্রুফ রিডারের মত দেখতে
বানান আর বানানের মাষ্টার
কে কার টুকলি করেছে
পাগলামো কার বেশি-
এ কারখানায় কে থাকে!
জমে যাওয়া জীবনের ক্ষীর খায় পাভলভ।
পাভলভ-২
ছুটি হয়ে গেছে তার
বাড়ি থেকে নিতে আসে নি কেউ।
পাভলভ ভর্তি পাগল
আমার ভেতরে ঢুকে গেলে
ছুটি হয়ে যায় আমার।
পাভলভ ছুটিতে গেছে
মেলা থেকে কেনা বুলবুলি আর জিলিপি
সোনা রঙের ঝুমঝুমি বাজায়
পাভলভ ভর্তি পাগল আমাকে নাচায়
আমার ছুটি হয়ে যায়।
পাভলভ-৩
ছুটি হওয়ার পরে পাভলভের জন্ম হয়
এক জন্ম থেকে আর এক জন্মে যেতে যেতে
‘পাভলভ’ ‘পাভলভ’ নাম ধরে ডেকে উঠলে
ও আর সাড়া দেয় না।
পাভলভের মৃত্যু হয় না
পাভলভ-৪
জন্মান্তর মনে পড়ে
জাতক জীবন থেকে ফেরে না।
কান্ডের কাছে হাত পাতলে টুপ করে খসে পড়ে কর্ম
কান্ডারী গো, তুমি পাভলভ চিনলে না এ জন্মে!
হেঁইয়ো হেঁই – চোরাগোপ্তা টানে বিগত পাগল।
Subscribe to:
Post Comments (Atom)
পাভলভ সিরিজ দারুণ অনুভব
ReplyDeleteধন্যবাদ
Deleteপাগলভের মৃত্যু হয় না
ReplyDeleteপাগলেরও
Deleteদারুণ লাগলো
ReplyDelete