• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Friday, March 11, 2016

শান্তনু বেজ

মেয়েটির নামে চোখ 

আমার অসামান্য ভিজে রুমালের পাশে
মেয়ে-রুমাল শুকনো হচ্ছে

তুমি "মেয়ে" বলতে
তোমার মেয়ের কথা ভাবছো

ভাবছো  হঠাৎ ক্লীপ খুলে যাওয়া মেয়েটির চুল
যার চুল আজও পৌলমির চেয়ে ঢের কালো...

ভাবা যেতে পারতো,
খাদ্য সুরক্ষার আইনে কম চাল-গম পাওয়া
ঝগড়া করতে যাওয়া  বুড়িটির কথা
বুড়িও তো মেয়ে হয়
তারও নিজ্বস্ব রুমাল আছে

আরও এ যাবতীয় মেয়েদের ভেবে নাও

আমি বলছি  নগ্ন মেয়েটির কথা
পৃথিবীর চোখে যে ক্রমশ রোগা হয়ে যাচ্ছে ...।


  
ঐতিহাসিক  মেয়েটার নিমাই 


যে  নগ্ন মেয়েটি ক্রমশই রোগা হয়ে যাচ্ছে, তাকে ভূবিজ্ঞানী নৃতত্ত্বের উপাদান হিসাবে আলাদা করে রাখছে। রোগাপটকা মেয়েটার বেনীমাধব নাম রাখছে পঞ্জিকা। তার শরীর ভর্তি আঁশালো রঙ। তবুও নেই প্রিয় আমিষের গন্ধ। গন্ধ বললেই তার পরম যৌনতার প্রশ্ন গুঁড়িয়ে আসে । মেয়েটিকে অনেকেই বাস্তুতন্ত্রের লুপ্তপ্রায় উপাদান  বলে পাশ কাটিয়ে যাচ্ছে। আমিও একটা প্রার্থিত ফুলদানি নিয়ে ওকে আড়াল করে রবীন্দ্র সদন পেরিয়ে যাচ্ছি। ভাগ্যিস্, মেয়েটি তখন শহরের সেরা বিজ্ঞাপনের হোর্ডিং-এ চোখ রেখেছিল ----  " চার ইঞ্চি কেটে পেইনলেস হার্ট সার্জারি.."। একটা একটা করে পিঠঝোলা ব্যাগগুলো হাওড়া ব্রীজ পেরোতে থাকে। তখন রোগাষ্ণু  মেয়েটি ফ্লাইওভারের নিচে বসে পড়ে। হাত মুঠো করে ওপরে তোলে। ফ্লাইওভারের ঝুলন্ত নিচু নজরে। ভজন শুরু করে "গৌর নিতাই হরে কৃষ্ণ হরে রাম ..."। যানবাহন ও যানজটের স্থিতি-লয়কে কেন্দ্র করে   সে আবিষ্কার করে তার শ্রেষ্ঠ মায়াবী নাভিবিন্দুটি।যা পৃথিবীর প্রথম কবিতার কোন একটা লাইনে ছিলো ।  এবং পাশ ফিরে শুয়ে পড়ে। তারপর,  ইলেকট্রিক তারের দিকে করজোড়ে প্রার্থনা করে ----"হে ঈশ্বর! একটা সুবান্ধব অরগ্যাজম পাওয়া হলো না আমার  "। তখন হয়তো তুমি চারটি অথবা পাঁচটি ল্যাম্পপোষ্টের ছায়া মাড়িয়ে বা ডিঙিয়ে গ্যাছো। এবং আমিও ....



My Blogger Tricks

1 comment: