Friday, March 11, 2016
১
মেয়েটির নামে চোখ
আমার অসামান্য ভিজে রুমালের পাশে
মেয়ে-রুমাল শুকনো হচ্ছে
তুমি "মেয়ে" বলতে
তোমার মেয়ের কথা ভাবছো
ভাবছো হঠাৎ ক্লীপ খুলে যাওয়া
মেয়েটির চুল
যার চুল আজও পৌলমির চেয়ে ঢের কালো...
ভাবা যেতে পারতো,
খাদ্য সুরক্ষার আইনে কম চাল-গম পাওয়া
ঝগড়া করতে যাওয়া বুড়িটির কথা
বুড়িও তো মেয়ে হয়
তারও নিজ্বস্ব রুমাল আছে
আরও এ যাবতীয় মেয়েদের ভেবে নাও
আমি বলছি নগ্ন মেয়েটির কথা
পৃথিবীর চোখে যে ক্রমশ রোগা হয়ে যাচ্ছে ...।
২
ঐতিহাসিক মেয়েটার
নিমাই
যে নগ্ন মেয়েটি ক্রমশই রোগা
হয়ে যাচ্ছে, তাকে ভূবিজ্ঞানী নৃতত্ত্বের উপাদান হিসাবে আলাদা করে রাখছে। রোগাপটকা মেয়েটার বেনীমাধব নাম রাখছে পঞ্জিকা। তার শরীর ভর্তি
আঁশালো রঙ। তবুও নেই প্রিয় আমিষের গন্ধ। গন্ধ বললেই তার পরম যৌনতার প্রশ্ন গুঁড়িয়ে
আসে । মেয়েটিকে অনেকেই বাস্তুতন্ত্রের লুপ্তপ্রায় উপাদান বলে পাশ কাটিয়ে যাচ্ছে। আমিও একটা প্রার্থিত ফুলদানি
নিয়ে ওকে আড়াল করে রবীন্দ্র সদন পেরিয়ে যাচ্ছি। ভাগ্যিস্, মেয়েটি তখন শহরের সেরা বিজ্ঞাপনের
হোর্ডিং-এ চোখ রেখেছিল ---- " চার ইঞ্চি
কেটে পেইনলেস হার্ট সার্জারি.."। একটা একটা করে পিঠঝোলা ব্যাগগুলো হাওড়া ব্রীজ
পেরোতে থাকে। তখন রোগাষ্ণু মেয়েটি ফ্লাইওভারের
নিচে বসে পড়ে। হাত মুঠো করে ওপরে তোলে। ফ্লাইওভারের ঝুলন্ত নিচু নজরে। ভজন শুরু করে
"গৌর নিতাই হরে কৃষ্ণ হরে রাম ..."। যানবাহন ও যানজটের স্থিতি-লয়কে কেন্দ্র
করে সে আবিষ্কার করে তার শ্রেষ্ঠ মায়াবী নাভিবিন্দুটি।যা
পৃথিবীর প্রথম কবিতার কোন একটা লাইনে ছিলো । এবং পাশ ফিরে শুয়ে পড়ে। তারপর, ইলেকট্রিক তারের দিকে করজোড়ে প্রার্থনা করে
----"হে ঈশ্বর! একটা সুবান্ধব অরগ্যাজম পাওয়া হলো না আমার "। তখন হয়তো তুমি চারটি অথবা পাঁচটি ল্যাম্পপোষ্টের
ছায়া মাড়িয়ে বা ডিঙিয়ে গ্যাছো। এবং আমিও ....
Subscribe to:
Post Comments (Atom)
ইতিহাস লেখা হচ্ছে
ReplyDelete