• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস
  • ধারাবাহিক উপন্যাস


    বঙ্কিমচন্দ্র


    অর্জুন বন্দ্যোপাধ্যায় প্রণীত

Friday, March 11, 2016

বিশ্বরূপ দে সরকার

ওয়েস্ট

ভাবছি থেকে ভয় তুলে নিচ্ছি
খোসা থেকে লিখতাম খুলে  নিলে
বাজছে বিস্মৃতি

পাতাজনের গন্ধ নিভৃতের নীচে
ভাষার বাইরে কি থাকেআবহমান... নিরাকার...
তাকে নিরক্ষর অনুবাদে
অফুরন্ত খেলা
তুমি ধরে রাখতে পারো?


শিশিরের পোশাক স্বরচিত সাদা আকাশে
যদি তেমন করে প্রথাহীন হও
উৎসর্গ থাকে চাঁদে
তাহলে তুমি ছায়ার কারিগর
কাঁচ  ধ্বনির বাজনা ফোটে রোদে
পুবের দিকে তাকিয়ে এই খেলা এই সিম্ফনি...

প্রকৃতি

গোধূলিরও ইঞ্চি আছেঅভূতপূর্ব তাক লাগানো
অক্ষরের উদগ্রীব পেরনো দুপুরে
তুমি কি আসবে বলো ! আভাস লাগবে না !
লগ্নের গান ছিঁড়ে গেলে আয়নায় তাকে পাবো
আসলে হাজার পাওয়ারা শরীর ছেড়ে
হতাহত হলে মাঠে মাঠে টানা অনুভূতিগুলো
ধূলোবালি মাখা মজুমদার হবে
 পাক্ষিক চশমার নীচে
প্রথম দাঁতের পড়াশুনো গাঙ্গেয় ব্যাচে
সপ্তাহে তিনদিন রোদ দেখাশোনা করে

ধরা যাক আরেকটা সমাস লাগাবো চোখে...


ল্যাপ ল্যান্ড
.
নির্জন করে উঠতে পারে নি সীমানা
এমনই শনিবারপুরো চাঁদমাস সাক্ষ্য ছিল
বিকেলবেলার সমর্থন রোস্টেড মনে হচ্ছিল
কোঁকড়ানো বর্গমূল ছিঁড়ে বানান মুচড়ে
 সাঁতার বিড়বিড় সামান্য নামানো দিনগুলি
মাঠ পারা যাচ্ছে নাতেতো জিরাফের উচ্চাশা
চশমার মিনিটে জ্যোৎস্না লেগে আছে
মনে হয় নক্ষত্র ঘুরছেকথারা মুনমুন সুরে
গোধূলি সমাজ হয়ে যাবে      
জেগে ওঠো তোমাদিগো স্পর্শ সমাপন
বর্ষার দম্ভ ভাঙছে জল জাহাঙ্গীর 


সোচ্চার
আমিও জাফরান ভেবেছি
পাতার বাথরুম থেকে জল আর বাক্যের বারান্দায়
মিউজিক্যাল পাখিদের হ্যান্ডিক্যাম

স্তন থেকে গড়িয়ে নেমেছে স্ল্যাং
তখন অসংযতবিহানে ফরসা চাঁদ ফোটার শব্দ
আপেলের ভেতর ফোঁটা ফোঁটা নৌকো
গলে যাওয়ার মুহূর্তে মনে কি দ্বিধা
থাবা থেকে রেখে গেলে নখে
সংগঠন হলে লোভ উড়ত না
বিবাহে ব্যালকনি একা
ত্রিভুজের গ্রহণেও তুমুল তিথি
ক্রিমের টিউব থেকে টুনটুনি এমনকি শীতপুর
রবারের ফাঁকে শেষ ঠোঁট লিখেছিলে
তবুও আমি তো জাফরান ভেবেছি...




My Blogger Tricks

4 comments:

  1. বোধলাগার সিরিজ,
    ওয়েস্ট >সোচ্চার > ল্যাপ ল্যান্ড >প্রকৃতি

    ReplyDelete
  2. সোচ্চার অসাধারণ

    ReplyDelete
  3. বাঃ পুনরায় আধুনিক হলাম

    ReplyDelete
  4. পাতাজনের গন্ধ নিভৃতের নীচে

    ভাষার বাইরে কি থাকে? আবহমান... নিরাকার...

    তাকে নিরক্ষর অনুবাদে

    অফুরন্ত খেলা

    তুমি ধরে রাখতে পারো?

    ReplyDelete