Friday, March 11, 2016
কফিন
মনে করো সাদা বাক্সের পিউপা তুমি
নিজের চারপাশে কাঠের শুষ্কতায় এই যে শূন্যতা
রূপ পাচ্ছে অন্ধকার, আর অন্ধকার তোমার করোটির মত
জাফরি বসানো এক ঘুমের বিপরীতে ক্রমাগত খেয়ে ফেলছে মজ্জাসারণি
তাড়া খাওয়া পা থেকে সিঁড়ি খুলে পড়ে গেলে
হা হা পাল্লার কড়া সশব্দ ধাক্কায় হারানো তালার খোঁজে
চাবির আড়াল থেকে স্পৃষ্ট তরলে লেজ খসে
চোখ মাথা নাভি সহ স্পন্দন ফুলে ওঠে
কে তার শ্যাওলা মেখে ঠোঁট তুলে ডানায় কুসুম
কে বা দেখে নৌকোটি থইথই, আঁজলায় লবণ রেখেছে
মিথুন মূর্তির ভাঁজ শরীরের অলিগলি থেকে শুধু কান্নায়
অপসৃয়মান ছায়ার ভেতরে আয়, আয়-- ডেকে ওঠে
Subscribe to:
Post Comments (Atom)
কোন একদিন 'মহিলা কবি' বলা নিয়ে তোর সাথে একটা সুস্থ বিতর্ক হয়েছিলো আমার। লিঙ্গগবিভাজনে বিশ্বাস না রেখেও তোকে বলেছিলাম যে সব মহিলা কবির কবিতায় আলাদা এক ধরণের গন্ধ পাই। তোর কবিতা পড়ে আজ সম্মানের সাথে কথাটা ফিরিয়ে নিলাম রে।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete