Friday, March 11, 2016
নয়াবাদ থেকে বলছি
নয়াবাদ থেকে এখন যেসব বাতাসরা আমাকে কিছু শোনাতে চাইছে তাদের সঙ্গে মিশে আছে নিকটবর্তী মেট্রোর শ্রুতিমধুর হুইশল। অথচ আমার চোখ কিছুই দেখতে পাচ্ছে না। কথাটা ঠিক নয়। দেখতে পাচ্ছে নিকটবর্তী বাড়িগুলোর ডিজিট্যাল আলো। গ্যারাজের দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি। একটা জানলা থেকে আলো-অন্ধকারে পেয়ারাপাতাদের জেগে থাকা।
এক সময় বন কেটে বসত হয়েছিল। এখন জলাভূমি বুজিয়ে বসত হচ্ছে। যেসব জমিতে আবাদ করার কথা ছিল, কথা ছিল সোনা ফলানোর, এখন সেখানে ঝাঁ-চকচকে বিলাস। এবং বিলাসময় ঘুম।
নয়াবাদ থেকে বলছি ঘুমের কাছে পৌঁছনোর জন্য আর মাত্র কয়েকটা সিগন্যাল।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment