Friday, March 11, 2016
স্নান
একটি অসম্পুর্ণ রেখা
তাহাতে কাটাকুটি
আমি কি আলোক দেখিলাম!
ইতিহাসখন্ড কেবল
পথচারী কত ভাবে ডাকে
আমি দেখি ধবল তাহাতে
তবু বৃষ্টি প্রয়াস করে
বিপথ
ভেসে যাও
নির্বাসন
অখিলভর্তি নোনা
লালহলুদের কিছু সাধ
শিকড় ওই হাতে
পাটাতন জলে
নির্বাসন
ঘুম নিরবধি চাও
আমাদের অন্ধ বলো
খঞ্জ
নির্বাসন ভাবো
বুকে আছে শব্দহীন ট্যাটু
কাঁটাতার
পাতা
গোলাপের সবুজ
নিদাগ ঊরু
পথ এবং বিপথে
স্পর্ধা
আবার শিরদাঁড়ার কথা ভাবছি
কম কথা নয়
যাতায়াতের ঘর শূন্য করে আলো
খুব কিছু নয়
সায়ার ফ্রিল ধরে নানান কালো
অন্ধকারে ক্রমে অসম গুমগুম
চলো পথ চলো
ক্রমে বালি বালি অশ্রুর কাহন
সংঘর্ষ এবং দারুচিনি
এই কথাটাই তবে স্থির হল
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment