Friday, March 11, 2016
ঝুরোকবিতা সিরিজ
(৬৩)
ফল কুড়োতে বসে হাতে ঠেকলো ধুমসো নীলড্রাম
আর কিছুটা কুচুটে অনেকটা হ্যাংলাটে একটা নীলপরী
ভেবেছিলাম আজ নীরজা দেখে যাব বুলবুলির বাড়ি
বুলবুলি আমাকে অনেক দিয়েছে অনেক কিছুই দিয়েছে
ঝমঝমে বিউগল পাতলা ধানীপটকা বেদনানাশক মলম
যদি আজই না দেখালে তোমার ঝুমঝুমি টমটম গাড়ি
কে জানে কবে আবার নীল ড্রামের ঝঞ্ঝায়
জেগে উঠবে নীলপরী
(৬৪)
ভদ্রলোকের ব্যাটার সেই একই কথার দাপাদাপি
মা কালীর দিব্যি মেরে ফাটিয়ে দেব তোর নাকছাবি
এখন বসন্তকাল আকাশে বাতাসে রেললাইনের ধারে
অনেক রাত হলো হে যাও না এবার তোমার রাতবিছানায়
সহজ কায়দায় সেরে নাও সব রমণভ্রমণ
ঐ যে দূরে বেজে উঠল হুইশেল
কাঁপা কাঁপা ছাড়া ছাড়া
রাতকে তোল্লা দিচ্ছে তারা
বিনিদ্রায় সাপলুডো খেলছে রাতের সখীরা
(৬৫)
অনেকদিন পর হাতাহাতি হলো অহনা মৈত্রর সাথে
সেই যে সেই কবে খোলা পিঠ দেখিয়ে
উধাও হয়েছিল অহনা মধ্য কৈশোরে
এখন আমি অনেক কিছুই পারি
যেমন অনায়াসেই ছুঁতে পারি আমপাতা জোড়া জোড়া
কতবার যে আমি বীর্যপাত করেছি আমলকি পাড়ায়
অনেক ভেবে মেয়ের নাম রাখা হলো সোনাঝুরি
ছেলের নাম দুর্যোধন
অহনা মৈত্রর সাথে নাকানাকি বহুদিন পর
খোলা বুকে মহিষবাথান কোমলগান্ধার
Subscribe to:
Post Comments (Atom)
ভালো লাগলো দাদা
ReplyDelete