Friday, March 11, 2016
পুণ্যলোভাতুর
ধুলো
ভাষা খুঁজে খুঁজে ধাবমান। আপাতত
তাতে
অনিবার্য লতাপাতা। পড়শিরা
দেখে
যায়। অপ্রতিরোধ্য পশুর সঙ্গে থাকি
সেও
ফিরে যাবে চৈতন্যলীলার ঘাট, বড্ড ফাঁস
এঁটে
বসেছে গলায়
কবিতা
কুড়িয়ে বাড়ি ফেরা...
ব্রত
ন্যুব্জ দেহে ফুলবেলপাতা
একটু
ঘষতেই দাউ দাউ
চল্লিশোর্ধ্ব
মনে
হোল মহানিরয়ের* প্রেত হয়ে সযত্নে বিশ্বাস
রাখি
যমদূতে। তারাই শ্রমিক তাদের অগ্নিসন্তাপ
মুক্তকেশী...
নাভিমূলে আমার সমুদ্রনুন। তাতে
ডুবে
যাচ্ছে সম্মানিত বন্ধু। আজ্ঞানুবর্ত্তিনী
কথা
শোনো, এই উত্তাপ প্রখর... ক্রমশ আত্মীয়
মাতাপিতা
বাঞ্ছা পূর্ণ করিবার লাগি দায়হীন...
তুমি
নগ্নিকা খুলে রেখো অনিত্যের বাসনাখানি
*নিরয়
= নরক (বৌদ্ধধর্ম)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment