Friday, March 11, 2016
নিশি যাপন
ডিপ
অর্গাজমের পরে খান খান লিবিডোর টুকরো
গুলোকে
নিয়ে পুনরনির্মাণে রত মাঝরাতে
তখন
মেঘের কোলে ঝিলিক রোদের মতো
মুচকি
হেসে পাশ কেটে গেলেন ঈশ্বর
এমন
সময় রাতদুপুরে বাইরে চিৎকার যেন
এক
কামার্ত জিগোলো এসেছে প্রসের কোয়ার্টারে
কে
কার খদ্দের আর কে কাকে পয়সা দেবে তারা
সেই মীমাংসায় বাইরে দুজন দাঁড়ালো
অবশেষে
রবি
ঠাকুরের স্ট্যাচুটার ঠিক নীচে
আধ-জানলাটা
বন্ধ করে শুয়ে পড়লাম
নগ্ন সঙ্গিনী গেল ধীরে অস্তাচলে
দিনকর উঠে এলো ...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment