Thursday, March 10, 2016
একটি পরিণত বয়স্ক যদি শিশুর মতন আঁকবার চেষ্টা করেন ...
যখন দেওয়ালের অপর প্রান্তে প্যাস্টেল হাতে দাঁড়িয়ে আছে তাঁর শিশুকন্যাটি,তাকে উৎসাহ দিতে চিত্রকল্পটি ঠিক এই রকম হতে হয়। অর্থাৎ পার্থিব ভার ভর
এখানে নিষিদ্ধ, অনায়াসে পালিত পুরুষ হাতিটি উড়তে থাকে দেওয়াল
জুড়ে ... মুক্তির আস্বাদ, হাতিটির এবং অবশ্যই শিল্প-ইতিহাস
জানা শিল্পীটিরও।
এক দিশাহারা তন্বী
মা রাস্তা পার হবেন, পায়ে হাই-হিল, কাঁধে
ঝোলান ফ্যাশানেবল ব্যাগ, পোশাকের ছাঁটে আধুনিকা। ডানহাত দিয়ে
শক্ত করে ছটফটে বালিকাকে ধরে আছেন। পাশে ফুটপাথে হাতে একটুকরো কাগজ নিয়ে এক
জরাগ্রস্থ বৃদ্ধ বসে আছেন, কাগজে লেখা 'আমি ক্ষুধার্ত'। বালিকাটি তার প্রিয় ললিপপটি দিতে
উদ্যত। এটি একটি গ্রাফিটি। এক অজানা শিল্পীর তুলিতে রঞ্জিত। ছবির আবেদন পরিষ্কার।
দরোজায় ঠেস দিয়ে রাখা মোটরবাইকে ভুল করে একটি বালক উঠে
কাল্পনিক ভ্রমণে ব্যস্ত ছিল, সে টের পায় নি যে প্রাগঐতিহাসিক
এক পোষ্য সেটি লক্ষ্য করে তর্জন-গর্জন করছে। আচমকা পিছন ফিরে সেটার উপস্থিতি টের
পাওয়ার মূহুর্তটি নিয়ে অনবদ্য এই দেওয়াল চিত্রটি উপস্থাপিত। ভালো করে খেয়াল করলে
দেখব এই ছবির দুইপ্রান্তে থাকা বালক দুটি স্বাভাবিক-বাস্তবরূপে আঁকা হয়েছে।
অপরদিকে পোষ্যটি কেবলমাত্র রেখা দ্বারা অঙ্কিত, খাঁজকাটা
রেখার উপস্থাপনায় এর দায়িত্ববান পোষ্যচেতনার রূপকল্পটি ফুটে উঠেছে। শুধুমাত্র পিংক
রঙের গলবদ্ধটি পোষ্যটির লিঙ্গ নির্ধারণ করছে। চমৎকার উপস্থাপনাটি শিল্পীর নান্দনিক
অভিজ্ঞতাকেই ব্যক্ত করে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment