Friday, March 11, 2016
একশো বছরের নিঃসঙ্গতা
গোটা একটা শতক নিজেকে শেষ করে ফেলছে
হেনরিকে শুদ্ধ আর সূক্ষ্ণ করে তুলবে বলে
আর ভয় ধরানো অবিশ্বাসে হেনরি
অনুপস্থিত একটা রুমালে একমনে এমব্রয়ডারি করে যাচ্ছে
গোটা সেই শতককে
তার মতো সূক্ষ্ণ আর পরিশুদ্ধ করার জন্য
নেমেসিস ও হেনরি
চামচ ফেলে দেবার শব্দে হেনরি বোঝে
সে বাতিদানের নিভে যাবার জন্য দাঁড়িয়ে
ভয় পেয়েই সে আরো জোরে কাচ মুছতে শুরু করে দেয়
আর চামচটাকে ছুঁড়ে দেয় চুল্লির মধ্যে
আর বাতাসকে এমন ভয় দেখায়
যাতে বাতিদানের কাছে কিছুতেই আরে যেতে পারে না সে
হেনরি ও নেলসন
একজন নারী হিসেবে এটা বোঝা কঠিন নয় যে
যে-কোনো জাহাজের কাছেই হেনরি বিপজ্জনক।
তবু ওকেই আমি নৌযুদ্ধের দিনগুলোয় চাই-
এমনকি রবিবারেও।
ওর ডিমে ঠাসা ঝুড়ি যাতে ও আমাকে দিয়ে দিতে বাধ্য হয়
চিরকালের মতো।
Subscribe to:
Post Comments (Atom)
অসাধারণ!
ReplyDeleteনিজের সাথে যুদ্ধ প্রস্তুত রাখছি
ReplyDeleteএই হল সিনট্যাক্স
ReplyDeleteএটা হলো ক্লোকরুম
ReplyDeleteআহা ! পড়ার পর রিনরিন করে বেজে চলল প্রাণে। দারুণ !
ReplyDelete