Friday, March 11, 2016
ভুতজন্ম
দুই দিকে দুই মুখের ওপর ছায়া পড়লে
জেগে উঠবে কালো-
এই কথাটাই ভাবতে ভাবতে বেরিয়ে এলাম
আমি এখন বন্ধুভাবাপন্ন নয়।
খুঁজতে থাকি, বুঝতে থাকি কোনটা
নিরাপত্তা নয়
কার চোখেতে অন্ধকালের বিষ
সবার মুখে ছায়া এলেই রৌদ্রে জাগে অন্য নখ
অন্দরে সব আস্ত রঙের খুনী!
আমি এখন বিপদজনক, পথ করে দাও
স্বচ্ছলতা
নিঃস্বকালের গ্রহন লাগে
জলে,
বলে গিয়েছে ঘাতক হতে, আমি এখন
দরকারী ভূত
তোমরাই তো আমায়
পুষেছিলে।
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment