দাঁতের অসহ্য যন্ত্রনায় আমি কাল
জ্যোৎস্নার সাথে চাঁদ খেয়ে ফেলেছি
বাতাস থেকে ধরে ফেলেছি অক্সিজেন
সকালে মুখ ধুয়ে পড়াতে যাবার আগে
ভাবছি একটু নিয়ে নেব
মাঝরাতে ঘুম ভেঙে এসব
ভেবে রাখার অন্য কোনও কারণ নেই
গ্লোবাল ওয়ার্মিং এ অভ্যস্ত আমরা
লুচি পরোটার মত খিদের মুখে
সূর্যকেও...
তাই সাবধান করে দিলাম।
২।
স্পৃহারা রক্তিম হয়ে উঠছে
কেবল স্মৃতি থেকে বুকপকেটেই
থেকে যাচ্ছে ভেদবমি
আসন্ন ধ্রুবক থেকে রাঙাকাকু
ওই দূরে মিলিয়ে যাচ্ছে
আঙুলের রক্ত আঙুলেই
চিন্তার ভাঁজ কেটে জমিয়ে রাখছে
সমস্ত লাভার চাপ
কাদার ভেতর থেকে পা তুলে নিলে
সাধুরা সন্ন্যাসী হয়ে যায়
0 comments:
Post a Comment